https://drive.google.com/file/d/

TERMS & CONDITIONS


 আচার-আচরণ .


স্কুলের সকল কর্মকর্তার সাথে ভালো ব্যবহার করতে হবে। অন্যথায়,শাস্তির ব্যবস্থা থাকবে।

কাউকে বকা দেওয়া এবং মারামারি করা যাবে না।

মিথ্যা বলা পরিহার করতে হবে।

পিতা-মাতার সাথে উত্তম ব্যবহার করতে হবে।

চুলে কোন রকম কালার এবং স্টাইল করা যাবে না।

ছেলেদের চুল ছোট রাখতে হবে।

শরীরের কোন স্থানে ট্যাটু বা ডিজাইন অংকন করতে বা লাগাতে পারবে না।

নিজ নিজ ধর্মীয় বিধিবিধান যথাযথভাবে পালনের পাশাপাশি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। অন্য ধর্মের কোন শিক্ষার্থীকে তার ধর্ম নিয়ে কোন প্রকার কটূক্তি করা যাবে না।

বড়দের সম্মান করতে হবে এবং ছোটদের সাথে অশালীন আচরন করা যাবে না।

 

 প্রবেশ .

স্কুলড্রেস সম্পূর্নরূপে পরিধান না করে কোন ক্রমেই স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না।

নির্ধারিত সময় ব্যতিত স্কুল গেট খোলা হবে না। তাই নির্ধারিত সময়ের পূর্বেই স্কুলে প্রবেশ করা বাধ্যতামূলক।

কোন শিক্ষার্থীই অশালীন পোশাক পরিধান করে এবং মেয়েরা সুন্দরভাবে হিজাব না বেধে স্কুলে প্রবেশ করতে পারবে না।

অনুমতি ব্যতিত স্কুলের গেটের ভিতর কোন অভিভাবক এবং বাহিরের কোন লোক প্রবেশ করতে পারবে না।

যদি কোন শিক্ষক বেয়াদবির জন্য কোন শিক্ষার্থীর নামে নালিশ করে তবে পরদিন অভিভাবকসহ আসতে হবে। নতুবা প্রবেশ নিষেধ। বারবার এমন হলে ভর্তি বাতিল হবে এবং নতুন করে ভর্তি হতে হবে।এরপরেও যদি সংশোধিত না হয় তবে টিসি প্রদান করা হবে।

স্কুলে হাতঘড়ি ও নির্ধারিত সরঞ্জাম ব্যতিত অন্যকিছু নিয়ে প্রবেশ করা নিষেধ।

 






 বেতন .

মাসিক বেতন প্রতি মাসের ১-১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

দুইমাসের বেতন বকেয়া পড়লে খাতা হতে নাম কাটা পড়বে। বেতনসহ ১০০ টাকা জরিমানা দিয়ে পুনরায় নাম তুলতে হবে।

 পরীক্ষা .

পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এবং কোনরকম বকেয়া রেখে প্রবেশপত্র দেওয়া হবে না।

নকল ধরা পড়লে সমস্ত পরীক্ষা বাতিল করা হবে।

 অনান্য . 

পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে। ( স্কুলের মধ্যে )

স্কুলে শিক্ষা উপকরণ ব্যতিত অন্য কিছু আনতে হলে অনুমতি নিতে হবে। নতুবা তা পাওয়া গেলে আর কোন দিনও ফেরত দেওয়া হবে না।

নিয়মিত স্কুলে আসতে হবে। ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করতে হবে। অন্যথায়, পড়া না হওয়া পর্যন্ত ছুটি দেওয়া হবে না।

ছুটির প্রয়োজন হলে একদিন আগে যথাযথ কারন উল্লেখপূর্বক দরাখাস্ত লেখতে হবে। দরখাস্ত মঞ্জুর করা হলে ছুটি কাটাতে পারবে। নতুবা , দিনপ্রতি ৫০ টাকা জরিমানাসহ স্কুলে আসতে হবে । জরুরী প্রয়োজনে অবশ্যই অভিভাবককে ফোন দিয়ে জানাতে হবে।

স্কুলসময়ে অভিভাবক ব্যতিত কোন শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হবে না।অন্যথায়, অভিভাবককে ফোন দিতে হবে।

কোনোরকম  জঙ্গী বা রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থাকা যাবে না  ।

♠♠♠স্কুলের নিয়মসমূহ না মানলে কর্তৃপক্ষের যে কোন পদক্ষেপ অবশ্যই মেনে নিতে হবে।





Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

[blogger]

MKRdezign

{facebook#https://fb.me/favouritesir} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Theme images by Ollustrator. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget